হামাসের নতুন প্রধান ইয়াহিয়া সিনওয়ার দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় নিহত হওয়ার গুঞ্জন উঠেছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেশ কয়েকটি ইসরায়েলি সংবাদমাধ্যমে জানানো হয় সিনওয়ারকে হত্যা করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সিনওয়ারের মতো দেখতে এক ফিলিস্তিনি যোদ্ধার তিনটি ছবিও ভাইরাল হয়েছে।ইসরাইলের হামলায় হামাসের শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ার নিহত হয়েছেন বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল কাৎজ। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, সিনওয়ারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন- ৭ অক্টোবর ইসরাইলে হামলার অন্যতম ‘মাস্টারমাইন্ড’ ছিলেন সিনওয়ার। হামাসের এই শীর্ষ নেতার হত্যা ইসরাইলি সেনাদের বড় কৃতিত্ব হিসেবে বর্ণনা করেছেন কাৎজ। তিনি বলেছেন, এটি ইসরাইলের জন্য সামরিক ও নৈতিক অর্জন। তবে এখন পর্যন্ত সিনওয়ারের মৃত্যুর বিষয়ে কিছু জানায়নি হামাস। বৃহস্পতিবার গাজা উপত্যকার একটি স্কুলে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে কমপক্ষে ২৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। স্কুলটি বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, সিনওয়ারের মতো দেখতে ওই যোদ্ধার মরদেহ ইসরায়েলে নিয়ে যাওয়া হয়েছে এবং মরদেহটির ডিএনএও পরীক্ষা করা হয়েছে।ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, সিনওয়ারের মৃত্যুর গুঞ্জনটি পরীক্ষা-নিরীক্ষা করছে তারা।ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ জানিয়েছে, গতকাল বুধবার গাজার রাফার একটি ভবনে হামাসের কয়েকজন যোদ্ধাকে প্রবেশ করতে দেখে ইসরায়েলি সেনারা। এরপর সেখানে হামলা চালানোর নির্দেশ দেওয়া হয়। হামলার পর সেনারা সেখানে যাওয়ার পর সিনওয়ারের মতো দেখতে এক যোদ্ধার মরদেহ পায়। তারা জানত না ভবনটিতে সিনওয়ার ছিলেন নাকি ছিলেন না।এদিকে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, এই মুহূর্তে নিহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি। অভিযানের এলাকায় কোনও জিম্মি উপস্থিত ছিলেন না।এর আগে সিনওয়ারের বিষয়ে গুজব রটেছিল যে, তিনি জিম্মিদের মধ্যে লুকিয়ে ছিলেন এবং তাদের মানবঢাল হিসেবে ব্যবহার করছিলেন। ঘটনাটি নিয়ে অনলাইনে ব্যাপক গুজব ছড়ানোর পর আইডিএফ এই বিবৃতি প্রদান করল।বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এবং অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেত এলাকাটি কার্যক্রম চালিয়ে যাচ্ছে ও প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা হয়েছে।ইসরায়েলি বাহিনীর এই বিবৃতির পর হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।হামাস সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ধারণা করা হচ্ছে যে, দক্ষিণ গাজার তাল এল সুলতান এলাকায় ইসরায়েলি অভিযানের সময় সিনওয়ার নিহত হয়েছেন।দীর্ঘ সময় ধরে লোকচক্ষুর অন্তরালে সিনওয়ার। কোনো বিবৃতিও দেননি তিনি। সব মিলিয়ে, তাকে ঘিরে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।