ইসরায়েলের গাজায় হামলা ও ডেমোক্র্যাটিক পার্টির সমর্থন নিয়ে হতাশ অনেক আরব ও মুসলিম আমেরিকান ভোটার যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে বিকল্প খুঁজছেন। তবে এই সম্প্রদায়ের একাংশ এখন রিপাবলিকান পার্টির দিকে ঝুঁকছেন এক ভিন্ন কারণে—ডেমোক্র্যাটদের ‘লিঙ্গ মতবাদ’ এবং স্কুলে শিশুদের ‘বিপথগামী শিক্ষাদান’।তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের সঙ্গে কথা বলার সময় অনেক মুসলিম ভোটার জানিয়েছেন, ডেমোক্র্যাটদের ‘অদ্ভুত’ লিঙ্গ মতবাদ তাদের ইসলামিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। রিপাবলিকানরা এই মতবাদকে সরাসরি চ্যালেঞ্জ জানানোর কারণে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে রিপাবলিকান পার্টির প্রতি তাদের আগ্রহ বাড়ছে।
৫০ বছর বয়সী আইটি পেশাজীবী নাগি আলমুদেগি মিশিগানের সুইং স্টেটে বসবাস করেন। তিনি বলেন, এটি শুধু গাজার প্রতিবাদে ভোট নয়। আমাদের সম্প্রদায়ের অনেকে ডেমোক্র্যাটিক পার্টির বর্তমান অবস্থানে ক্লান্ত। এটি ৮০ ও ৯০-এর দশকের পার্টি নয়, যেটি আমার বাবা সমর্থন করতেন।তিনি অভিযোগ করেন, পার্টিটি মূলধারার মুসলিম ও আরব আমেরিকানদের মূল্যবোধের সঙ্গে আর সামঞ্জস্য ধরে রাখতে পারছে না।ডোনাল্ড ট্রাম্পের ২০১৭ সালের নির্বাহী আদেশে মুসলিম-প্রধান ছয়টি দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ সীমিত করা হয়েছিল। এই সিদ্ধান্ত মুসলিমদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল, তবে এখন রিপাবলিকান পার্টি ধর্মীয় স্বাধীনতা এবং পারিবারিক মূল্যবোধ রক্ষার আহ্বান জানিয়ে মুসলিমদের মনোযোগ আকর্ষণ করছে।
ইসলামের বেশিরভাগ প্রচলিত মতবাদে গর্ভপাত বিশেষ পরিস্থিতিতে অনুমোদিত হলেও লিঙ্গ পরিবর্তন পুরোপুরি নিষিদ্ধ। ফলে ডেমোক্র্যাটিক পার্টির লিঙ্গ ও যৌনতার ওপর মতবাদ মুসলিম সম্প্রদায়ের মাঝে অস্বস্তি সৃষ্টি করেছে।২০২২ সালে মেরিল্যান্ড ও মিশিগানের মুসলিম অভিভাবকরা জানতে পারেন যে, তাদের স্কুল জেলা পাঠ্যসূচিতে পরিবর্তন এনেছে যাতে ‘লিঙ্গ ও যৌন পরিচয়’ বিষয়ক বই পড়ানো হবে এবং পিতা-মাতাকে এর আগে আর জানানো হবে না। এতে ক্ষুব্ধ মুসলিম অভিভাবকরা বাচ্চাদের এমন শিক্ষাদানের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং ‘অপ্ট-আউট’ অপশন ফিরিয়ে আনার দাবি তোলেন।২৬ অক্টোবর মিশিগানে এক সমাবেশে ট্রাম্প বলেছেন, মুসলিমরা ‘ট্রান্সজেন্ডার অপারেশনকে’ সমর্থন করেন না। তিনি আরও বলেন, আমরা আপনার শিশুদের মনোভাব পরিবর্তনের প্রচেষ্টা প্রতিহত করব।
মিশিগানের ৩০ বছর বয়সী প্রসিকিউটর ওমর শাজিরা বলেন, পিতা-মাতা তাদের সন্তানদের লিঙ্গ মতবাদে প্রভাবিত হতে দিতে চান না এবং তারা তাদের শরীর নিয়ে জীবন-পরিবর্তনকারী সিদ্ধান্ত নিতে চান না। মুসলিম সম্প্রদায় বুঝতে পারছে যে রিপাবলিকানদের রক্ষণশীল মূল্যবোধগুলো তাদের বিশ্বাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।ইয়েমেনি-আমেরিকান কর্মী সামরা লুকমান বলেন, গাজায় ইসরায়েলি হামলায় ডেমোক্র্যাটদের ভূমিকা অনেক মুসলিম আমেরিকানদের মধ্যে রিপাবলিকানদের প্রতি সমর্থন বাড়াচ্ছে, তবে রক্ষণশীল মূল্যবোধ রক্ষার বিষয়টিও একটি কারণ।লুকমানের মতে, এই পরিবর্তন শুধু একটি বিষয়ভিত্তিক নয়; বরং এটি রক্ষণশীল মূল্যবোধ রক্ষা ও ডেমোক্র্যাটদের শাস্তি দেওয়ার উদ্দেশ্যেই তৈরি হয়েছে।