মোঃ মাইন উদ্দিন :ফুল-ফল ও ফসলের ঋতু হেমন্তকে বিদায় জানিয়ে কুয়াশার চাদর মুড়িয়ে প্রকৃতিতে আগমনী বার্তা জানান দিয়েছে রূপবৈচিত্রের ঋতু শীত। গ্রাম অঞ্চলে ইতোমধ্যেই মিট মিট করে বইতে শুরু করেছে হিমেল হাওয়া। ভোরে সবুজ ঘাসের উপর বিন্দু বিন্দু শিশির কণা আর সন্ধ্যায় হালকা কুয়াশা। সন্ধ্যার পর শীতে কাঁপুনির আগেই দুই শতাধিক অসহায় ও গরীব দুঃখী মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের আমোদপুর গ্রামের অতি মানবিক ব্যক্তি মোঃ আনোয়ার হোসেন ভূঁইয়া।শনিবার (১৬ নভেম্বর) বিকেল ৩ ঘটিকার সময় আমোদপুর গ্রামে আনোয়ার হোসেন ভূঁইয়ার নিজ বাড়িতে ফরিদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এ কম্বল বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত করা হয়।অনুষ্ঠানে প্রথান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মারুফ আল মস্তুফা।অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আমান উল্লাহ, ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ রফিকুল ইসলাম খাজা, সাধারণ সম্পাদক মাহফুজ মেম্বার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান, ফরিদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও সমাজ সেবক মোঃ রাজেশ আহমেদ শাকিল এবং সালুয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সাদেক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ নাজিম উদ্দিন, ভারপ্রাপ্ত সদস্যসচিব ইমরান খান এবং ভৈরব উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মোঃ আরিফুর রহমান প্রমুখ।মোঃ আনোয়ার হোসেন ভূঁইয়া হোটেল সেরাটনসহ বিভিন্ন ইন্টারন্যাশনাল হোটেলের মার্কেটিং অফিসারের দায়িত্ব পালন করে করছেন। এছাড়াও তিনি সমাজ উন্নয়নসহ এলাকার গরীব দুঃখী মানুষের সেবা করে আসছেন।