ঢাকার ধামরাইয়ে দাড়িয়ে থাকা একটি ইট বোঝাই ট্রাক কে ঢাকাগামী অন্য একটি ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছে। এঘটনায় ঘাতক ট্রাকটিকে পুলিশ জব্দ করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।
রোববার (১৭ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম। এর আগে শনিবার দিবাগত রাত ১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই ঢুলিভিটা বাসস্ট্যান্ড এলাকায় এই দূর্ঘটনা ঘটে।নিহত দুজন হলো ট্রাক চালক কাঞ্চন (২৬) তার গ্রামের বাড়ি জামালপুর জেলায়, অপরজন চালকের সহকারী আশরাফুল (২৫) তার গ্রামের বাড়ি নেত্রকোনা জেলায়।জানা যায়, যান্ত্রিক ত্রুটির কারনে ঢাকাগামী ইটবোঝাই ওই ট্রাকটি ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই ঢুলিভিটা বাসস্ট্যান্ডে থামিয়ে চালক ও সহকারী মেরামতের কাজ করে।
এসময় সহকারী আশরাফুল ট্রাকটির পিছনে গিয়ে ঢাকাগামী দ্রুতগতির একটি খালি ট্রাককে থামানোর জন্য হাত নাড়িয়ে সিগনাল দিলে ওই ট্রাকের চালক গাড়ি না থামিয়ে প্রথমে আশরাফুল কে চাপা দেয়। পরে থেমে থাকা ট্রাকটির সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই থেমে থাকা ট্রাকের চালক ও হেলপার দুজনই মারা যায়। পরে ধামরাই ফায়ারসার্ভিস এর সদস্যরা ঘটনা স্থলে উপস্থিত হয়ে নিহত দুজন কে উদ্ধার করে সাভার হাইওয়ে থানায় হস্তান্তর করেন।সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, গতকাল রাত ১টার দিকে ধামরাইয়ে থেমে থাকা একটি ইট বোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দেয় দ্রুতগতির আরেকটি ট্রাক। এতে ঘটনাস্থলেই দুজন মারা যায়।
খবর পেয়ে আমরা মরদেহ দুটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছি। এবং ঘাতক ট্রাকটি আটক করে থানায় নিয়ে এসেছি। পাশাপাশি অভিযুক্ত ট্রাক চালককে আটকের চেষ্টা চলছে। এ ব্যপারে ধামরাই থানায় একটি মামলা দায়ের হয়েছে।নাঈম ইসলাম ধামরাই (ঢাকা) প্রতিনিধি