Title :
২১ দিনে ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স পেয়েছে বাংলাদেশ শেখ হাসিনা-জয়ের বিরুদ্ধে ৩০০ মিলিয়ন ডলার পাচার কাণ্ডের অনুসন্ধান শুরু তথ্য উপদেষ্টার সঙ্গে সংগীত শিল্পী রাহাত ফাতেহ আলীর সাক্ষাৎ আজ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হবেন উপদেষ্টা হাসান আরিফ বাংলাদেশের গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে কমিশন বাংলাদেশ ইকোনমিস্ট’র ‘কান্ট্রি অব দ্য ইয়ার ২০২৪’ নির্বাচিত শনিবার ঢাকায় রাহাত ফতেহ আলীর কনসার্ট : টোল ফ্রি এক্সপ্রেসওয়ে একাত্তরের অমীমাংসিত সমস্যা মীমাংসা করুন : পাকিস্তানের প্রধানমন্ত্রীর প্রতি প্রধান উপদেষ্টা মৃত্যুপথযাত্রী রোগীকে বাঁচাতে খেলনা পিস্তল নিয়ে ব্যাংকে ডাকাতির চেষ্টাঃ এসপি ক্যান্সারের টিকা তৈরি রাশিয়ার, শিগগিরিই বিনামূল্যে বিতরণ

ঐক্যের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে প্রতিহত করতে হবে: বিএনপি মহাসচিব

  • Update Time : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ০ Time View

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঐক্য ধরে রেখে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে প্রতিহত করতে হবে। কারণ শেখ হাসিনা এখনও সক্রিয় রয়েছে, সে আবারও ফিরে এসে ক্ষমতা নিতে চায়। তাই আমাদের সজাগ থাকতে হবে-যাতে ফিরে আসতে না পারে।আজ শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে বিএনপি মহাসচিব এ কথা বলেন।

বিএনপি মহাসচিব সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি (এআই) মানুষকে কোথায় নিয়ে যাবে? এর মাধ্যমে মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তিনি বলেন, আমরা চরম ক্রান্তিকাল অতিক্রম করছি। ফ্যাসিস্টরা দেশের সব ব্যবস্থা ধ্বংস করে দিয়ে গেছে। তাই আমাদের ধৈর্য্য ধারণ করতে হবে।বিএনপি মহাসচিব আরও বলেন, বিগত ১৫ বছর স্বৈরাচারী সরকার ইতিহাস বিকৃতি করেছে। একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে জাতির চিন্তা, বিবেক, মত প্রকাশের স্বাধীনতাকে ধ্বংস করেছে। এখনও একটা প্রবণতা দেখা যাচ্ছে-আর তা হলো ৭১ কে পেছনে রাখা। ৭১ সালকে পিছিয়ে রাখা আরেকটি ইতিহাস বিকৃতির ষড়যন্ত্র। মূল ইতিহাস থেকে জাতিকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র। সজাগ থাকতে হবে- এখন যেনো ইতিহাসকে আবার কেউ বিকৃত না করে। স্যোশাল মিডিয়ায় দলীয় নেতা-কর্মীদের আরও বেশি সক্রিয় থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, মেধাভিত্তিক রাজনীতি করতে হবে। কারণ স্যোশাল মিডিয়ায় সক্রিয় থাকার কারণেই ছাত্র জনতা মাত্র দুই মাসে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে উৎখাত করতে সক্ষম হয়। ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করে নতুন ব্যবস্থার দিকে যেতে যে কাজ, ধৈর্য্য ধরা দরকার সে বিষয়গুলো আমরা ভুলে যাচ্ছি। তিনি বলেন, আমরা চাই অন্তর্বর্তী সরকার জনগণকে প্রতিনিধি নির্বাচনের সুযোগ করে দিবে। নির্বাচনী পরিবেশ তৈরি হবে, দেশ নির্বাচনের দিকে এগিয়ে যাবে।

শহিদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, এমন দিবসকে অবহেলা করবেন না, ভুলে যাবেন না জাতির শ্রেষ্ঠ সন্তানদের পাক হানাদার বাহিনী দেশীয় আলবদর বাহিনীর মাধ্যমে ধরে ধরে নৃশংসভাবে হত্যা করেছে। ফ্যাসিস্ট সরকারও আয়নাঘর বানিয়ে রাজনৈতিক নেতা-কর্মীদের খুন, গুম করেছে। তিনি বলেন, গণতন্ত্র হচ্ছে পরমত সহিষ্ণুতা, গণতন্ত্রকে যতক্ষণ পর্যন্ত সংস্কৃতিতে পরিণত করতে না পারবো ততক্ষণ আমাদের আন্দোলন চলবে।প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। অতীতে এমন ষড়যন্ত্র জনগণ মোকাবেলা করেছে। ষড়যন্ত্রকারীরা মনে করেছে অন্তর্বর্তী সরকার দুর্বল। কিন্তু এ সরকারকে সব দল সমর্থন দিয়েছে। তিনি বলেন, সংস্কার হবে। কিন্তু নির্দিষ্ট দিন তারিখে সংস্কার শেষ হবে না। এটি চলমান প্রক্রিয়া। ভবিষ্যতে জনগণের সরকারই তা বাস্তবায়ন করবে। সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্বিত হলে সরকারের জন্য খারাপ খবর বয়ে আনবে, জনগণ ক্ষতিগ্রস্ত হবে। সংস্কার শুরু করেন, নির্বাচনের রোডম্যাপ দেন। জনগণ নির্বাচনমুখী হলে কোন ষড়যন্ত্রে কাজ হবে না। বুদ্ধিজীবী হত্যা প্রসঙ্গে তিনি বলেন, চূড়ান্ত বিজয়ের দু’দিন আগে পাকিস্তানী হানাদাররা যখন নিশ্চিত হলো-তাদের এদেশ ছাড়তে হবে, তখন আলবদর বাহিনীর মাধ্যমে এদেশের শিক্ষক, কবি, সাহিত্যিক, সাংবাদিক, ইঞ্জিনিয়ারদের হত্যা করে। তরুণ প্রজন্মকে জাতির এ ইতিহাস জানতে হবে। তিনি বলেন, স্বাধীনতা পরবর্তী সরকার দেশের মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনাকে ধারণ করতে ব্যর্থ হয়। একদলীয় বাকশালী শাসন কায়েম করে। দেশের গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে। তারা লোভী হয়ে উঠে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © প্রভাতের পত্র
Customized BY NewsTheme