বিশেষ প্রতিনিধি, মোঃ মাইন উদ্দিন :
কিশোরগঞ্জের কুলিয়ারচরে যথাযথ মর্যাদা ও আনন্দঘন পরিবেশে মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সূর্য উদয়ের সাথে সাথে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের শুভ সূচনা করা হয়।
অন্যান্য কর্মসূচির মধ্যে সকাল ৮ ঘটিকায় শহীদ সেলিম স্মৃতি সংসদ প্রাঙ্গন স্বাধীনতা স্তম্ভে উপজেলা প্রশাসন, কুলিয়ারচর থানা, মুক্তিযোদ্ধা সংসদ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ সংগঠনে সমূহ, সরকারি বেসরকারি বিভিন্ন দফতর ও প্রতিষ্ঠান, কুলিয়ারচর প্রেসক্লাবসহ বিভিন্ন শ্রেণী পেসার মানুষ পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বীর মুক্তিযোদ্ধাদের করব জিয়ারত কালে প্রয়াত মুক্তিযুদ্ধের বিদেহী আত্মার মাগফিরাত ও দেশ জাতির উন্নয়ন অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সকাল ৯ ঘটিকায় আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা উড়িয়ে বিজয় মেলার উদ্বোধন এবং থানা সংলগ্ন মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা এবং শহিদ ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও এবং মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার সাবিহা ফাতেমাতুজ্-জো্হরা। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকীন মাশরুর খান, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হেলাল উদ্দিন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি নূরুল মিল্লাত, সাধারণ সম্পাদক এমএ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শাহ্ আলম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এনামুল হক, আব্দুল কাইয়ুম ও বীর মুক্তিযোদ্ধা সালাউদ্দিন নান্টু প্রমুখ। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ৩৭১ জন বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের হাতে উপহার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার এবং বীর মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান সমূহ পৃথক পৃথক ভাবে বিজয় দিবসের বিভিন্ন কর্মসূচি পালন করেছে। বিকেলে উপজেলা প্রশাসন এবং বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। এর আগে সকালে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন, প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।