বিশেষ প্রতিনিধি, মোঃ মাইন উদ্দিন : কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের নিয়ে ‘কুলিয়ারচর উপজেলা প্রবাসী জিয়া পরিষদ’ নামে দেশের বাইরে ৩১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি সংগঠন করা হয়েছে।
সালুয়া ইউনিয়নের সুইডেন প্রবাসী মুহাম্মদ মোয়াজ্জেম হোসেন খানকে আহ্বায়ক ও উছমানপুর ইউনিয়নের সৌদি আরব প্রবাসী মুহাম্মদ রুবেল মিয়াকে সদস্য সচিব করে এ কমিটি গঠন করা হয়।কমিটি গঠনের বিষয়টি আমাদের প্রতিনিধিকে নিশ্চিত করেছেন, কুলিয়ারচর উপজেলা প্রবাসী জিয়া পরিষদের প্রতিষ্ঠাতা, উপজেলার সালুয়া ইউনিয়নের মাছিমপুর গ্রামের কুয়েত প্রবাসী মুহাম্মদ আইন উদ্দিন ভূঁইয়া।তিনি জানান, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) ও কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি মোঃ শরীফুল আলম (সিআইপি)’র নির্দেশক্রমে এ কমিটি গঠন করা হয়েছে।
পূর্ণাঙ্গ কমিটির বিষয়ে তিনি বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা জিয়ার সৈনিকদের নিয়ে বিদেশের মাটিতে অচিরেই জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘কুলিয়ারচর উপজেলা প্রবাসী জিয়া পরিষদ’ এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।