জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য চ্যারিটি কনসার্ট মাতাতে ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। আগামী শনিবার (২১ ডিসেম্বর) ঢাকার আর্মি স্টেডিয়ামে পারফর্ম করবেন তিনি।কনসার্টের জন্য সেদিন দুপুর থেকে রাত পর্যন্ত যান চলাচলের ক্ষেত্রে কিছু নির্দেশনা দিয়েছে ডিএমপি। এর মধ্যে রয়েছে রাজধানীর এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল ফ্রি রাখা।
মঙ্গলবার এক গণবিজ্ঞপ্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো: সাজ্জাত আলী সবাইকে নির্দেশনাগুলো মেনে চলা অনুরোধ করেন।নির্দেশনাগুলো হলো:১। স্টাফরোড রেলগেট থেকে নেভি হেডকোয়ার্টার ক্রসিং পর্যন্ত টঙ্গী-উত্তরা থেকে গুলশান-বনানী-মহাখালীগামী যান চলাচল বিঘ্নিত হতে পারে। এ কারণে শনিবার দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত বিকল্প সড়ক ব্যবহার করার জন্য পরামর্শ দেয়া হলো।২। দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত এয়ারপোর্ট, কুড়িল ও বনানী র্যাম্প ব্যবহারকারীরা টোল ছাড়াই এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে পারবেন।৩। উত্তরা-এয়ারপোর্ট থেকে গুলশান-বনানী-মহাখালীগামী যানবাহন রেডিসন হোটেলের আগের ইউটার্ন বা বনানী ওভারপাসের নিচের ইউলুপ দিয়ে এক্সপ্রেসওয়েতে উঠতে পারবে।৪। গুলশান-বনানী-মহাখালীগামী যানবাহন এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর ও কুড়িল র্যাম্প ব্যবহার করতে পারবে।
৫। এয়ারপোর্ট, উত্তরা ও টঙ্গীগামী যানবাহন বনানী র্যাম্প ব্যবহার করে চলাচল করতে পারবে।৬। ইসিবি চত্বর থেকে বনানীগামী ফ্লাইওভারের লুপ বন্ধ থাকবে।৭। ইসিবি চত্বর থেকে বনানীগামী যানবাহন কুর্মিটোলা হাসপাতালের সামনের র্যাম্প ব্যবহার করে বনানীর দিকে যাতায়াত করতে পারবে।৮। মোটরসাইকেল, অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা ও বাইসাইকেল র্যাম্প ব্যবহার করতে পারবে না।কনসার্ট চলাকালে ট্রাফিক শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়ানোর লক্ষ্যে গণবিজ্ঞপ্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ জনসাধারণের সর্বাত্মক সহযোগিতা চেয়েছে।কনসার্টটির আয়োজন করছে ‘স্পিরিটস অব জুলাই’ নামের একটি প্ল্যাটফর্ম।আয়োজক সূত্রে জানা গেছে, কনসার্টে রাহাত ফতেহ আলী খান ছাড়াও দেশের ব্যান্ডদল আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ, র্যাপার সেজান, র্যাপার হান্নান ও সিলসিলার পরিবেশনা থাকবে। কনসার্টের টিকেটে শিক্ষার্থীদের জন্য ৩৬ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় দেয়া হচ্ছে।টিকেট বিক্রির প্ল্যাটফর্ম গেট সেট রকে কনসার্টের তিন ক্যাটাগরির টিকেট পাওয়া যাচ্ছে। এছাড়াও কনসার্টের প্রচারণা ও টিকেট বিক্রির জন্য রাজধানীর পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বুথ বসানো হয়েছে।উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী নুসরাত ফতেহ আলী খানের ভাতিজা রাহাত ফতেহ আলী খান পাকিস্তানের পাশাপাশি, বলিউডের সিনেমায় গান গেয়ে ভারতেও তুমুল জনপ্রিয়তা পেয়েছেন।