বিশেষ প্রতিনিধি, মোঃ মাইন উদ্দিন :কিশোরগঞ্জের কুলিয়ারচরে কোমরের ব্যথা সহ্য করতে না পেরে গালায় প্লাস্টিক দড়ি বেঁধে হোসনে আরা ওরফে মঞ্জিলা বেগম (৫০) নামের এ বৃদ্ধা আত্মহত্যা করেছেন।
মঞ্জিলা বেগম উপজেলার গোবরিয়া-আবদুলাপুর ইউনিয়নের পূর্ব আবদুলাপুর দক্ষিণ পাড়া গ্রামের মোঃ শাফি মিয়ার স্ত্রী।শনিবার (৩০ নভেম্বর) সকালে শাফি মিয়ার নিজ বাড়ির একটি ঘরে এ ঘটনা ঘটে।পরে ঘটনার সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে কুলিয়ারচর থানা পুলিশ।স্থানীয় সূত্রে জানা যায়, মঞ্জিলা বেগম দীর্ঘদিন যাবৎ কোমরের ব্যথায় ভোগছিলেন। ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পেরে এর আগেও সে প্রতিবেশীদেরকে আত্মহত্যা করবে এমনটা বলছিল।
একটি সূত্র বলছে, আত্মহত্যার কিছুক্ষণ আগেও নাকি স্বামী শাফি মিয়া বলেছিল টাকা জোগাড় করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাবে। তবে মঞ্জিলা বেগমের কোনো সন্তান নেই। সে শাফিন মিয়ার দ্বিতীয় স্ত্রী। ২২/২৩ বছর আগে শাফিন মিয়ার প্রথম স্ত্রী মারা যাওয়ার পর মঞ্জিলা বেগমকে বিয়ে করেন।