বিশেষ প্রতিনিধি, মোঃ মাইন উদ্দিন :কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা দীর্ঘদিনের অসুস্থ মুর্শিদ উদ্দিন আহমেদের স্বাস্থ্যের খোঁজ খবর নিতে তাঁর গ্রামের বাড়িতে ছুটে যান বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোঃ শরীফুল আলম সিআইপি। অসুস্থ মুর্শিদ উদ্দিন আহমেদ চিকিৎসাধীন অবস্থায় শয্যাশায়িত আছেন।
রোববার (৮ডিসেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে শরীফুল আলম কুলিয়ারচর উপজেলার উছমানপুর গ্রামে মুর্শিদ উদ্দিন আহমেদের নিজ বাড়িতে গিয়ে তাঁর শয্যাপাশে বসে স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজ খবর নেন। এ সময় আওয়ামী লীগ নেতা মুর্শিদ উদ্দিন আহমেদ এর দীর্ঘ রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন।বীরমুক্তিযোদ্ধা মুর্শিদ উদ্দিন আহমেদ টানা ৪০ বছরেরও অধিক সময় ধরে কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। এর আগে তিনি কুলিয়ারচর উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন।তাঁর স্ত্রী উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লিপি আক্তার বলেন, শারীরিক অসুস্থতার জন্য তাঁর স্বামীর দুটি পা কেটে ফেলতে হয়েছে। তার স্বামীর অসুস্থতার খবর পেয়ে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি কুলিয়ারচরের কৃতি সন্তান মোঃ শরীফুল আলম সিআইপি সাহেব তার স্বামীকে দেখতে নেতা-কর্মীদের নিয়ে রাতের বেলায় তাদের বাড়িতে আসায় তিনি অত্যান্ত আনন্দ প্রকাশ করে বলেন, রাজনীতিটা আসলে এমনই হয়া উচিত। তিনি বিএনপির নেতা মোঃ শরীফুল আলমকে একজন মানবিক নেতা হিসেবে আখ্যায়িত করেন।শরীফুল আলমের সাথে ছিলেন, কুলিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ শাহাদাত হোসেন শাহ্ আলম, উপজেলা যুবদলের আহবায়ক আজহার উদ্দিন লিটন, পৌর যুবদলের আহ্বায়ক মোঃ মাসুদ রানা, সদস্য সচিব মোখলেছুর রহমান মঞ্জু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুস সালাম সুমন, পৌরস্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ হারুন আল রশিদ হারুনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বর্তমান রাজনৈতিক বাস্তবতায় যেখানে একদল অন্য দলের মানুষের প্রতি শ্রদ্ধাবোধ হারিয়ে গেছে সেখানে বিএনপি নেতা শরীফুল আলম আওয়ামী লীগ নেতার অসুস্থতার খোঁজ খবর নিয়ে এক মানবিক মূল্যবোধসহ ও অনন্য নজির স্থাপন করেছেন বলে সুধী সমাজ মনে করছেন। দীর্ঘ দিন যাবত অসুস্থ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুর্শিদ উদ্দিন আহমেদকে শরীফুল আলম দেখতে গেছেন এই সংবাদ শুনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ শরীফুল আলমের ভূয়সী প্রশংসা করে বলেন, রাজনীতিতে এমন সৌহার্দপূর্ণ সম্প্রীতি বজায় থাকুক যুগ যুগ। কারণ, রাজনীতিবিকরাও সমাজের অংশ এবং সামাজিকভাবে একে-অপরের প্রতি শ্রদ্ধাশীল ও সহানুভূতিশীল তা প্রমাণ করেছেন শরীফুল আলম।