আব্দুল্লাহ আল মামুন, সাভার, আশুলিয়া ও ধামরাই প্রতিনিধি: ঢাকা আরিচা মহাসড়কের পাশে ধামরাই জয়পুরা আলাদীন জেনারেল হাসপাতালের সামনে কচুরিপানার নিচে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ।
মঙ্গলবার সকাল ০৯ টার দিকে লাশ উদ্ধার করে ধামরাই থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশের সাব ইন্সপেক্টর ইমানুর রহমান বলেন,আমরা খবর পেয়ে দ্রুত জয়পুরা আলাদীন জেনারেল হাসপাতালে যায়, পরে পাশের ডোবা থেকে অজ্ঞত যুবকের লাস উদ্ধার করি। তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এখন পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যাইনি , লাশ উদ্ধার করে ধামরাই থানায় নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে লাশ ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।